পদ্মা সেতুতে নেই যাত্রীর চাপ, যানবাহন চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৭-০৭ ১২:৩৭:০৩
আসন্ন পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এখনও ঈদে ঘরমুখী যাত্রীদের চাপ দেখা যায়নি। ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি থাকলেও এক্সপ্রেসওয়েতে যানবাহনের চলাচল স্বাভাবিক। পদ্মা সেতুতেও যানবাহনের কোনও চাপ নেই।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন বলেন, ‘পদ্মা সেতুতে অন্যান্য দিনের মতো আজও যানবাহনের চাপ স্বাভাবিক। ঈদে ঘরমুখী যাত্রীদের সংখ্যা এখনও বেশি হয়নি বলে মনে হয়।’
অন্যদিকে, ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়ের যানবাহনের চলাচলও স্বাভাবিক। হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, এক্সপ্রেসওয়েতে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। কোনও চাপ নেই, অতিরিক্ত কোনও যানও দেখা যাচ্ছে না।
এদিকে, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট যানবাহন পারাপার হয়েছে ১৬ হাজার ৭০৯টি। আর টোল আদায় হয়েছে দুই কোটি ৪২ লাখ ৩ হাজার ৭৫০ টাকা।
এনজে