ঈদের ছুটি শুরু কাল
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-০৭ ১৪:১৩:১৭
আগামী ১০ জুলাই মুসলমানদের পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এ উপলক্ষে আগামীকাল শুক্রবার (৮ জুলাই) থেকে ৪ দিনের ছুটি শুরু হচ্ছে। ঈদের ছুটি থাকবে ৯, ১০ ও ১১ জুলাই (শনি, রবি ও সোমবার)।
শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় এবার ঈদে একদিন আগেই ছুটি শুরু হচ্ছে। সে হিসেবে আজ বৃহস্পতিবারই শেষ কর্মদিবস। তাই এবার টানা চার দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
আজ শেষ কর্মদিবসে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কিছু কিছু দপ্তরে উপস্থিতি ছিল কিছুটা কম।পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যার দূর-দূরান্তে যাবেন তাদের অনেকে অফিসে হাজিরা দিয়েই ছুটে গেছেন গন্তব্যের দিকে। অনেকে আবার একদিন আগেই ছুটি নিয়েছেন।
চারদিনের ছুটি শেষে মঙ্গলবার থেকে যথারীতি অফিস শুরু করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এম জি