বাড়তে পারে সবজির দাম
আপডেট: ২০১৬-০৩-০৬ ১৬:৩৩:২০
শীতকালীন সবজির সরবরাহ কমে যাওয়াই আগামী দুই এক সপ্তাহের মধ্যে বাড়তে পারে সবজির দাম। রোববার রাজধানীর পলাশী কাঁচাবাজার ঘুরে ব্যবসায়ীদের সাথে আলাপকালে এমনই তথ্য জানা যায়।
সবজি বিক্রেতা মোঃ মহিউদ্দিন জানান, গ্রীষ্মকাল শুরু হওয়ার সাথে সাথে কমতে শুরু করেছে শীতকালীন সবজির সরবরাহ। ফলে চাহিদার বিপরিতে যোগান কম হওয়াই বাড়তে পারে সবজির দাম।
শাক বিক্রেতা মোঃ আওয়াল জানান, এখন যে শাক পাওয়া যায় তার দাম তুলনামূলক ভাবে একটু বেশি। কেননা পাইকারি বাজার থেকে আমাদের চড়া দামে কিনতে হয়।
আজকের বাজার চিত্র :
কাঁচাবাজার :
কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি শসা ৩০ থেকে ৩৫ টাকা, কাঁচামরিচ ৫০ থেকে ৫৫ টাকা, লম্বা বেগুন ৩০ থেকে ৪০ টাকা, গোল বেগুন ৪০ থেকে ৪৫ টাকা, শিম ৩০ থেকে ৩৫ টাকা, ঝিঙ্গা ৪০ থেকে ৪৫ টাকা, চিচিঙ্গা ৪০ থেকে ৪৫ টাকা, আলু ১৪ থেকে ১৫ টাকা, গাজর ২০ টাকা, করলা ৪০ থেকে ৪৫ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৫৫ টাকা, পটল ৪০ থেকে ৪৫ টাকা, পেঁপে ২০ থেকে ২৫ টাকা, টমেটো ২০ থেকে ২৫ টাকা, ক্যাপসিক্যাম ৬০ থেকে ৭০ টাকা কচুর লতি ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া, প্রতিটি ফুলকপি ও বাধাঁকপি ২০ থেকে ২৫ টাকা, মিষ্টিকুমড়া প্রতিপিচ ২০থেকে ২৫ টাকা ও লাউ ৩০ থেকে ৪০ টাকা, জালি কুমড়া ২০ থেকে ২৫ টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে এবং প্রতিহালি কাঁচকলা ৩০ টাকা ও লেবু ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়াও, কলমিশাক প্রতি আটি ১০ টাকা, ডাঁটাশাক ৮ থেকে ১০ টাকা, লালশাক ৮ টাকা, পালংশাক ৮ টাকা, পাটশাক ১০ থেকে ১৫ টাকা, পুঁইশাক ২০ টাকা, পুদিনাপাতা ১০ টাকা, থানকনিপাতা ১০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মুদি :
মুদি দোকান ঘুরে দেখা গেছে, প্রতিকেজি দেশি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা, আমদানি পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা, চায়না বড় রসুন ১৯০ থেকে ২০০ টাকা, দেশি রসুন ৮০ থেকে ৯০ টাকা, দেশি আদা ৭৫ থেকে ৮০ টাকা, আমদানি আদা ৫৫ থেকে ৬০ টাকা, মশুর ডাল ১৩৫ থেকে ১৪০ টাকা, মুগ ডাল ১২০ টাকা, ছোলা ডাল ৮০ টাকা, মাসকলাই ১১৫ থেকে ১২০ টাকা, মটর ডাল ৭৫ থেকে ৮০ টাকা, অ্যাংকর ডাল ৫০ টাকা, ময়দা দুই কেজির প্যাকেট ৮০ টাকা, খোলা চিনি ৫০ থেকে ৫২ টাকা, সয়াবিন তেল প্রতি ৫ লিটার ৪৫০ টাকা।
চাল :
আজ চালের বাজারে প্রতিকেজি নাজিরশাইল ৪৮ থেকে ৫২ টাকা,পাইজাম ৪০ থেকে ৪২ টাকা, মিনিকেট ৫০ থেকে ৫২ টাকা, স্বর্ণা ৩০ থেকে ৩২ টাকা, টাকা দরে বিক্রি হচ্ছে।
ডিম :
আজকে বাজারে প্রতি হালি ফার্মের মুরগির লাল ও সাদা ডিম ৩২ থেকে ৩৪ টাকা, হাঁসের ডিম ৪৪ থেকে ৪৮ টাকা, দেশি মুরগির ডিম ৪২ থেকে ৪৫ টাকা হালি দরে বিক্রি হতে দেখা গেছে।
মাছ :
আজকের মাছ বাজারে প্রতিকেজি দেশি মাগুর ৭০০ থেকে ৭৫০ টাকা, শিং মাছ ছোট সাইজ ৪০০ টাকা এবং বড় সাইজ ৮০০ টাকা, শৈল ছোট ৩০০ টাকা এবং বড় ৫০০ টাকা, কৈ ২০০ থেকে ২২০ টাকা, চিংড়ি মানভেদে ৫৫০ থেকে ৭০০ টাকা, পাঙ্গাস ১৩০ থেকে ১৪০ টাকা, নওলা ১৪০ থেকে ১৫০ টাকা, কার্প ১৫০ থেকে ১৬০ টাকা, তেলাপিয়া ১২০ থেকে ১৬০ টাকা, পাবদা ৭০০ টাকা, বেলে মাছ ৭৫০ থেকে ৮০০ টাকা, কাতল ৪০০ টাকা, চিতল ৬০০ থেকে ৬৫০ টাকা, এবং বোয়াল ৫০০ থেকে ৫৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাংস :
মাংসের বাজারে গরুর মাংস ৩৮০ থেকে ৪০০ টাকা, খাসির মাংস ৫০০ থেকে ৫৫০ টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা, ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।