পথশিশু উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৭-০৮ ২০:৫৩:৫৮


দিনাজপুরে সদর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামে পথশিশু উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। আজ শুক্রবার ঘুঘুডাঙ্গা মন্ত্রীপাড়া  এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় অসহায় ও এতিমদের মাঝে আটা, তেল, পেঁয়াজ, রসুন, মসলা, আদা, আলু, সাবান বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পথশিশু উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক এ কে এম নাহিদ হাসান,  যোগাযোগ বিষয়ক সম্পাদক সাংবাদিক ফাহমিদ জামান। ঘুঘুডাঙ্গা সমাজ কল্যাণ সংঘের সভাপতি ও অর্থ সম্পাদক জুয়েল ইসলাম এবং বাকি সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন পথশিশু উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যবৃন্দ

পথশিশু উন্নয়ন ফাউন্ডেশন এর প্রধান লক্ষ্য হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া!!

এছাড়া পথশিশু উন্নয়ন ফাউন্ডেশনের কার্যক্রম সমাজের সকল শ্রেণীর অসহায় মানুষ পর্যন্ত বিস্তৃত । গরীব অসহায় ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ। সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী, পোশাক সামগ্রী বিতরণ। শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচী, চারা গাছ বিতরণ। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়। রক্তদাতা তৈরি এবং রক্ত সংগ্রহ করে দেওয়া। বিভিন্ন দুর্যোগের সময় ত্রাণ সামগ্রী বিতরণ। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। সচেতনতামূলক ক্যাম্পেইন। ইত্যাদি পথশিশু উন্নয়ন ফাউন্ডেশন এর কার্যক্রম।

আগামীর পরিকল্পনা:

এই সংগঠনের আগামীর পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলার বড় বড় রেলওয়ে স্টেশনে যেখানে পথশিশু আছে। বিভিন্ন বস্তিতে বসবাস করা যে সকল পথশিশুকে পড়াশোনার সাথে নেই তাদেরকে পড়াশোনার সাথে সম্পৃক্ত করা। এবং সেই সকল জায়গা চিহ্নিত করে অদম্য স্কুল গড়ে তোলা ইনশাআল্লাহ

ফাহমিদ জামান