রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৭-১৩ ১০:৫৫:৩৯
আগামীকাল রোববার (১০ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। এ উপলক্ষ্যে রাজধানীর ঈদগাহ মাঠসহ মসজিদগুলোকে ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে।
জাতীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আবহওয়া অনুকূলে না থকলে এ জমাত বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়।
প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহার পাঁচটি জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। রোববার (১০ জুলাই) সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। এরপর সকাল ৮টা, ৯টা, ১০টা, এবং পৌনে ১১টায় আরও চারটি জামাত হবে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদ-উল-আজহার নামাজের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। চিফ হুইপ, হুইপবৃন্দ, মন্ত্রি পরিষদের সদস্যবর্গ, সংসদ-সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ এলাকার মুসল্লীরা জামাতে অংশ নেবেন। এ ছাড়া এই জামাত সবার জন্য উন্মুক্ত বলে সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জামাতে সকল আগ্রহী মুসল্লীকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদুল আজহার দু’টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম হাফেজ মাওলানা নাজীর মাহমুদ।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহার নামাজের জামাত সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক শফিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবহাওয়া অনুকূলে না থাকলে খেলার মাঠের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত তিনটি মসজিদে ঈদ জামাতের আয়োজন অন্যত্র করা হবে। সে গুলো হলো, কেন্দ্রীয় মসজিদে সকাল পৌনে ৭টায়, বকশীবাজার বায়তুল সালাম মসজিদে সকাল ৭টায় ও আজাদ আবাসিক এলাকা মসজিদে সকাল সোয়া ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ঈদুল আজহার জামাতে অংশ নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
বারিধারা মসজিদে ঈদের জামায়াত হবে সকাল ৮টায়। তাছড়া রাজধানীর বিভিন্ন মসজিদে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মসজিদের মাইক ছাড়াও কমিউনির মাধ্যমে এ সংবাদ স্থানীয়দের জানিয়ে দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এনজে