এসএস স্টিলের ইজিএম ৩ সেপ্টেম্বর

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-১২ ১১:৪৬:৫৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এসএস স্টিল লিমিটেড ৩ সেপ্টম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবেন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৪ আগস্ট নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটি ইজিএমে অব্যবহৃত আইপিও প্রক্রিয়ার প্রস্তাবিত পরিকল্পনা সংশোধন এবং বকেয়া ঋণ ও সল্পমেয়াদী ঋণ পরিশোধের বিষয়ে অনুমোদন নেবে।

এসএস স্টিল আল-ফ্লাশ স্টিল অ্যান্ড রি-রোলিং মিলসে ইকুয়িটি ইনভেস্টমেন্ট করবে। কোম্পানিটি ইক্যুয়িটি ইনভেস্টমেন্টের বিষয়ে ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহণ করবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস