নতুন গভর্নরকে বিএসইসির শুভেচ্ছা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-১৩ ১৫:০১:২৫


বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আবদুর রউফ তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত -উল- ইসলাম।

বুধবার (১৩ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নরের সাথে এ সৌজন্য সাক্ষাত করেন।

এসময় গভর্নর আবদুর রউফ তালুকদার শেয়ারবাজার উন্নয়নে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়েছেন। শেয়ারবাজারে যাতে সকলে নির্ভয়ে বিনিয়োগ করতে পারে সেই আশ্বাস দিয়েছেন তিনি।

এ সময় বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ এবং মো: আবদুল হালিম উপস্থিত ছিলেন।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস