শ্রীলঙ্কার পরিস্থিতির ওপর নজর রাখছি: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৭-১৪ ১২:২৫:১৮
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, তিনি শ্রীলঙ্কার পরিস্থিতির ওপর গভীর নজর রাখছেন।
মাইক্রো ব্লগিং সাইট টুইটারে এক পোস্টে তিনি বলেন, এই সংঘাতের পেছনে মূল কারণ এবং বিক্ষোভকারীদের অভিযোগের সমাধান করা গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর অনলাইন এই খবর দিয়েছে। এর আগে মঙ্গলবার মধ্যরাতে গণরোষের মুখে পড়ে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সামরিক বিমানে করে মালদ্বীপ পালিয়ে যান।
বুধবার গোতাবায়ার পদত্যাগ করার কথা থাকলেও, বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিনি পদত্যাগপত্র জমা দেননি। এরই মধ্যে তিনি প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগের কথা জানান। এই খবর বিক্ষোভকারীদের আরও বেশি বিক্ষুব্ধ করেছে। যদিও এর আগেই থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে আসছিলেন বিক্ষোভকারীরা।
টুইটে জাতিসংঘের মহাসচিব আরও বলেন, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিকভাবে পরিবর্তনের জন্য ছাড় দেওয়ার মনোভাব নিয়ে এগিয়ে আসতে আমি সব রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানাই।