সূচকের পতনে লেনদেন দেড় মাস আগের অবস্থানে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-১৪ ১৫:৫৬:০৬
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩২৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৭৩ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯ টির, দর কমেছে ১৯৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৫টির।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৮০ কোটি ৬৩ লাখ টাকার। যা দেড় মাস বা ৩৩ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম লেনদেন হয়েছে। এর আগে চলতি বছরের ২৬ মে আজকের চেয়ে কম অর্থাৎ ৫৩৯ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়েছিল।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯৫ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭১টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর। সিএসইতে ১৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস