ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রামে কোহলি
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-০৭-১৪ ১৬:৪৩:৫৩
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি ও জসপ্রিত বুমরাহকে। আগামী ২৯ জুলাই ত্রিনিদাদে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের জন্য বিসিসিআই ১৮ সদস্যের দল ঘোষণা করেছে।
ক্রিকবাজের খবরে জানা গেছে, কোহলি ইংল্যান্ডে চলমান সিরিজ চলাকালীন বিশ্রাম চেয়েছেন বলে মনে করা হচ্ছে। কোহলি বাজে ফর্মে রয়েছেন। তিনি শেষবার ২০১৯ সালে আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন।
ফিটনেস ক্লিয়ারেন্স সাপেক্ষে কেএল রাহুল এবং কুলদীপ যাদবকে দলে নেওয়া হয়েছে। দুজনেই ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন।
রবিচন্দ্রন অশ্বিন টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে দলে অনিয়মিত তিনি।
ভারতীয় টি-টোয়েন্ট দল:
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, দীপক হুদা, শ্রেয়াস আইয়ার, দীনেশ কার্তিক, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণো যাদব, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, হর্ষাল প্যাটেল ও আরশদীপ সিং।