ক্রিকেটে ১০ মাস নিষিদ্ধ শহিদুল

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-১৪ ২০:৪৭:২৬


বাংলাদেশি ফাস্ট বোলার শহীদুল ইসলাম ডোপ কেলেঙ্কারির কারণে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থেকে ১০ মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন।

আইসিসি আজ (১৪ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে, শহীদুল আইসিসির অ্যান্টি ডোপিং কোডের ২.১ ধারায় অভিযুক্ত প্রমাণ হওয়াতে এই শাস্তির শিকার হয়েছেন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, গত মার্চে শহিদুল থেকে নমুনা নেওয়া হয়। পরীক্ষার পর এতে নিষিদ্ধঘোষিত দ্রব্যের উপস্থিতি পাওয়া গেছে। শহিদুল নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। তবে ইচ্ছেকৃতভাবে নেননি। অন্য একটি চিকিৎসার জন্য ওষুধটি ব্যবহার করেন।

দোষ স্বীকার করায় গত মে মাস থেকেই অন্তবর্তীকালিন নিষেধাজ্ঞা চলছে এই পেসারের। ফলে তার নিষেধাজ্ঞা শেষ হবে আগামী বছরের ২৭ মার্চ। অর্থাৎ ২৮ মার্চ থেকে আবারও ক্রিকেটে ফিরতে পারবেন শহিদুল।

এম জি