ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-১৪ ২১:৪৭:২৮
নীলফামারীর ডোমারে জোবায়ের ইসলাম (৩০) নামের এক যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ডোমার বাজার রেলগেট মোড়ে ভ্যানে করে জুতা-স্যান্ডেল বিক্রি করতেন।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ডোমার রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
জোবায়ের ইসলাম ডিমলা উপজেলার পাথরখুড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে।
স্থানীয় কাউন্সিলর রুবেল ইসলাম বলেন, জোবায়ের ছোটবেলায় তার মায়ের মৃত্যুর পর নানির কাছে বড় হয়েছে। এর আগেও সে কয়েকবার বিভিন্ন কারণে আত্মহত্যার চেষ্টা করেছিল। এলাকার লোকজন তাকে বিভিন্ন সময় আত্মহত্যার হাত থেকে রক্ষা করে।
সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এম জি