‘দেশের প্রথম ৬ লেনের কালনা সেতু উদ্বোধন সেপ্টেম্বরে’
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-১৫ ১৮:০৪:০৩
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী বলেছেন, আগামী সেপ্টেম্বর মাসে দেশের প্রথম ৬ লেন বিশিষ্ট কালনা সেতু উদ্বোধন করা হবে। আগামী মাসের মধ্যে এ সেতুর নির্মাণ কাজ শেষ হবে। এরপর প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে দিনক্ষণ ঠিক করে আগামী সেপ্টেম্বরে এ সেতু উদ্বোধন করা হবে।
শুক্রবার (১৫ জুলাই) দুপুরে কালনা সেতু পরিদর্শন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দক্ষিণাঞ্চলের দ্বার হিসাবে খ্যাত কালনা সেতুর উদ্বোধন হলে বেনাপোল বন্দরের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা অধিকতর সহজ হবে। বেনাপোল, যশোর, ঝিকরগাছা, পাইকগাছাসহ ওইসব এলাকার মানুষ কম খরচে কালনা সেতু ও পদ্মা সেতু হয়ে অতিদ্রুততম সময়ের মধ্যে রাজধানী ঢাকায় যাতায়াত ও পণ্য পরিবহন করতে পারবেন।
এর আগে সচিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরের পাশে দাড়িয়ে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করেন।
এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান,অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিশির কান্তি রাউৎ, সওজ গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সুরুজ মিয়া, গোপালগঞ্জ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস, সচিবের একান্ত সচিব অপূর্ব কুমার মন্ডল, নির্বাহী প্রকৌশলী ও স্টাফ অফিসার সৈয়দ হালিমুর রহমান, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।
এরপর সচিব আমিন উল্লাহ নূরী কালনা সেতুর শেষ পর্যায়ের নির্মাণ কাজ ঘুরে দেখেন এবং সেখানে কর্তব্যরত প্রকৌশলী ও কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।
এএ