স্কুল ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-১৬ ১১:৪২:৫০


হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে স্কুল ভবন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু তার নাম পরিচয় কিছুই জানাতে পারেনি।

শনিবার (১৬ জুলাই) সকালে বানিয়াচং থানা পুলিশ উপজেলার পুঁকড়া ইউনিয়নের নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের জানালার গ্রিলের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে। তার বয়স আনুমানিক ২৪ বছর।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাতের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে নির্মাণ শ্রমিক হবে। ২ থেকে ৩ দিন ধরে হল ভবনের নির্মাণ কাজ বন্ধ আছে। খোঁজখবর নেওয়া হচ্ছে।

এম জি