উইন্ডিজকে হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-১৬ ১৩:৩৭:০৬


ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজে বাজেভাবে হারলেও ওয়ানডে সিরিজ জয় করেছে বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশ করার হাতছানি নিয়ে রাতে মাঠে নামবে বাংলাদেশ। শনিবার (১৬ জুলাই) গায়ানায় তৃতীয় ও শেষ ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে মুখোমুখি দেখায় সাফল্যের দিক থেকে ক্যারিবীয়দের ছুঁয়ে ফেলবে তামিম ইকবালের দল। এ পর্যন্ত ৪৩ ম্যাচে বাংলাদেশের জয় ২০টিতে, ওয়েস্ট ইন্ডিজ ২১টিতে। পরিত্যক্ত হয়েছে দুটি ম্যাচ।

ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ প্রথম খেলে ১৯৯৯ বিশ্বকাপে। সেটি ছিল টাইগারদের প্রথম বিশ্বকাপ। পরের দশ বছরে আরও দশ ম্যাচ হারের পর প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে দ্বিতীয় সারির দলকে (৩-০) হোয়াইটওয়াশ করে আসে বাংলাদেশ। পরের এক যুগে জয়ের পাল্লা ভারি বাংলাদেশেরই। সেই ধারাবাহিকতায় জয়ের দিক থেকে ক্যারিবীয়দের খুব কাছে অবস্থান করছে বাংলাদেশ। একটি জয় টাইগারদের নিয়ে যাবে সহাবস্থানে।

এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ বাজেভাবে হারলেও ওয়ানডে সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচেই সফরকারীরা পেয়েছে সহজ জয়। সিরিজে টিম টাইগার্স এগিয়ে আছে ২-০ তে।

এম জি