ব্যাংক থেকে ঋণ নিবে স্ট্যান্ডার্ড সিরামিক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-১৭ ১০:৪৯:৫৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত  সিরামিক খাতের স্ট্যান্ডার্ড সিরামিকের পরিচালনা পর্ষদ মূলধন সংকট কাটাতে ব্যাংক থেকে ১৫ কোটি টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০১৯-২০ সালে কিলন পুননির্মাণের জন্য কোম্পানিটির উৎপাদন ৩ মাসের জন্য বন্ধ ছিল। কোভিড ২০১৯ এর কারণে কোম্পানিটির উৎপাদন ৩ মাস বন্ধ রাখা হয়।

এছাড়া উক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে বিশ্বজুড়ে সব ধরনের কাঁচামালের দাম বেড়ে গেছে এবং সাম্প্রতিক বন্যায়ও সিরামিক পণ্যের বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কারণে কোম্পানিটির চলতি মূলধনের ঘাটতি দেখা দিয়েছে। আর এ ঘাটতি পূরণ কোম্পানি ব্যাংক থেকে ১৫ কোটি টাকা ঋন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস