মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-১৭ ১৬:২৬:২১


সিলেট সদর উপজেলার জালালাবাদে মাছ ধরতে ফাটাবিল হাওরে গিয়ে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো দুই জন।

শনিবার (১৬ জুলাই) রাতে জালালাবাদ ইউনিয়নের পুরান কালারুকা (লামাগঁও) এলাকার ফাটাবিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুরান কালারুকা গ্রামের মৃত ছইদ উল্লাহর ছেলে সিরাজ উদ্দীন (৫৫) ও মৃত ওয়ারিছ উল্লাহর ছেলে নওসাদ মিয়া (৪৫)।

আহতরা হলেন, মৃত হারিছ মিয়ার ছেলে ফজর আলী (৬৬) ও মৃত জহুর আলীর ছেলে নজরুল ইসলাম নজই (৪২)।

কালারুকা গ্রামের বাসিন্দা ময়নুল ইসলাম রাজা জানান, নৌকা নিয়ে মাছ ধরতে ফাটাবিল হাওরে গিয়েছিলেন তারা। এসময় বজ্রপাতে চারজন আহত হন। পরে তাদের সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ ইসহাক জানান, নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হবে।

এম জি