বিপিএলের তিন মৌসুমের সম্ভাব্য সময় ঘোষণা

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-১৭ ১৮:৩৬:০৭


এক বছরের চুক্তিতে মাঠে গড়িয়েছে বিপিএলের সর্বশেষ আসর। করোনার জন্য বড় করে আসর আয়োজন সম্ভব হয়নি। আসেননি তেমন বড় তারকা। বিপিএলের বড় ফ্র্যাঞ্চাইজিগুলো অংশও নেয়নি। নবম আসর থেকে পুরনো ফরম্যাটে বিপিএল আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (১৭ জুলাই) বিসিবির বোর্ড সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন আগামী তিন মৌসুমের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। জানিয়েছেন, তিন বছরের চুক্তিতে বিপিএল মাঠে গড়াবে। এক সপ্তাহের মধ্যে সব নিয়ম-কানুন ঠিক করে ফ্র্যাঞ্চাইজি চেয়ে বিজ্ঞাপন দেওয়া হবে।

পাপন বলেছেন, তিন বছরের জন্য বিপিএলের ফ্রাঞ্চাইজি নেওয়া হবে। পরবর্তী (৯ম) আসর ২০২৩ সালের ৫ জানুয়ারি শুরু হবে। শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। তারপরের আসর (১০ম) ২০২৪ সালের ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে গড়াবে। চুক্তির শেষ মৌসুম ২০২৫ সালের ১ জানুয়রি শুরু হয়ে চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিপিএলের আগামী তিন আসরের সময় বাড়ছে। প্রথম দুটি আসর হবে ৪৩ দিনের। পরেরটা হবে ৪২ দিনের। বিসিবি সভাপতি জানিয়েছেন, আগামী আইপিএল থেকে কিছু কিছু পরিবর্তন আসতে পারে।

এম জি