হাজীগঞ্জ বাজারের জ্যাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-১৭ ২১:৫৫:৩২
চীনের দুঃখ যেমন হোয়াংহো নদী, হাজীগঞ্জের দুঃখ তেমনি বাজারের জ্যাম। সবার মুখেই এক আলোচনা, কিন্তু সমাধানের রাস্তা আর ধরা দেয় না..
ভাবলাম শক্ত হাতে ধরা দরকার বিষয়টা। প্রাথমিকভাবে উপজেলায় মিটিংয়ে বর্তমান পরিস্থিতিতে কি করণীয় তা নিয়ে একটা নীতিগত সিদ্ধান্ত হলো। এর বাইরেও পৌরসভার মেয়র, ওসি, হাজীগঞ্জ থানা, ট্রাফিক ইন্সপেক্টর সহ অন্যান্য অংশীজনেরা কয়েকবার আলোচনায় বসে কিছু সিদ্ধান্তে এসেছি৷ এখন সময় বাস্তবায়নের..
আগামী সপ্তাহেই আমরা বাস্তবায়নে যাওয়ার পরিকল্পনা করছি৷ পুরোমাত্রায় কার্যকর করার আগে মুক্ত আলোচনার জন্য এই পোস্ট..
১৷ হকারের দখলে ফুটপাত
বাজারে বর্তমানে ফুটপাত বলে কিছু নেই৷ মূল দোকানের সামনে হকাররা শাকসবজি, ফল নিয়ে বসা৷ এর বাইরেও আছে ভ্যানগাড়ি বা অস্থায়ীভাবে রাস্তা দখল।
বাজারের স্বাভাবিক পরিবেশের স্বার্থে এই অংশটা উচ্ছেদ ও পুনর্বাসন সবচেয়ে জরুরী৷ আমরা এই হকারদেরকে বালুরমাঠের দিকে জায়গা দিতে পারি৷
২. বোগদাদ -রিলাক্স বিড়ম্বনা।
যত্রতত্র দাড় করিয়ে যাত্রী তুলছে এই স্থানীয় পরিবহনগুলো। আমরা সিদ্ধান্ত নিয়েছি পশ্চিমবাজার থেকে পূর্ব দিকের ব্রীজ পর্যন্ত কেউ গাড়ি দাড় করিয়ে যাত্রী তুলতে পারবে না। এই জায়গায় বাস স্বাভাবিক গতিতে থাকবে।
৩. সিএনজি এবং অটোরিকশার দখলে বাজার
বাজারে সিএনজি দাড় করিয়ে রাখার কোন সুযোগ নেই৷ তারা চলমান থাকবে এবং কোথাও যাত্রী নামানোর প্রয়োজন হলে শুধুমাত্র নামাবে। পশ্চিমবাজার থেকে পূর্ব ব্রীজ পর্যন্ত কোথাও সিএনজি দাড় করানো দেখা গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
অনেক জায়গায় মূল সড়কে অটোরিকশা নিষিদ্ধ করা হচ্ছে এবং ভালো সুফল পাওয়া যাচ্ছে৷ আমরা ও বাজারের মূল এই জায়গাটায় এইরকম কিছু করার কথা ভাবছি..
৪৷ লোডিং -আনলোডিং
বাজারের মধ্যে দাড় করিয়ে ট্রাক থেকে লোডিং আনলোডিং সারাদিন চলছে আর জ্যাম লেগে আছে পেছনে। এই দৃশ্য আমরা দেখতে চাইনা৷ ঢাকাসহ সারা দেশে দিনের বেলায় ট্রাককে প্রবেশের এই সুযোগ বন্ধ করে রাত থেকে সকাল পর্যন্ত একটা সময় ঠিক করে দেয়া হচ্ছে। আমরা ও রাত ১০ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত লোডিং আনলোডিং এর ট্রাক থাকতে পারবে এরকম একটা সিদ্ধান্তে আসতে চাচ্ছি৷
আমরা আগামী সপ্তাহ থেকে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের প্রাথমিক রূপরেখা ঠিক করেছি৷ আলোচনার ভিত্তিতে যৌক্তিক কারনে কিছু সংযোজন বিয়োজন হতে পারে৷
মুক্ত আলোচনার জন্যই এই পোস্ট দেয়া৷ গঠনমূলক আলোচনায় সবাইকে স্বাগতম। মনে রাখবেন আমি বা আপনি একা কিছুই পারবো না৷ তবে আমরা যদি সবাই মিলে আন্তরিকভাবে চাই সবকিছুই সম্ভব।
সময় এখন আমাদের৷ আমরা কি আসলেই চাই, কতটুকু মনেপ্রাণে চাই..
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলামের ফেসবুক ওয়াল থেকে
এএ