প্রাইম ইন্স্যুরেন্সের নতুন সিইও আবদুল হামিদ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-১৮ ১০:০৭:৫৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে (পিআইসিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আবদুল হামিদ এফসিএ সম্প্রতি যোগদান করেছেন। এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে যোগদানের আগে তিনি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি ইস্টার্ন ইন্স্যুরেন্স কোং লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স কোং লিমিটেড, নর্দান ইসলামি ইন্স্যুরেন্স লিমিটেড এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড-এ দায়িত্ব পালন করেছেন, বিগত ২৬ বছর ধরে সিনিয়র ম্যানেজমেন্ট পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত।

হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

হামিদ একজন সহযোগী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএবি) এর একজন সহযোগী সদস্য এবং বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরীক্ষক ইনস্টিটিউটের একজন সহযোগী সদস্য।

বিবৃতিতে বরা হয়েছে , তিনি বাংলাদেশে নন-লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের আইএমএফ-এর রিপোর্টিং ফরম্যাট অনুযায়ী ওএফসি-এর সার্ভে: প্রিপারেশন অফ রেশনালাইজড ইনপুট টেমপ্লেট (আরআইটি)-এর সংকলন সংক্রান্ত আইএমএফ টেকনিক্যাল মিশনের সদস্য ছিলেন।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস