পাঞ্জাবে ইমরান খানের দলের বড় জয়
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-১৮ ১২:০৯:২৯
পাকিস্তানের পাঞ্জাবে প্রাদেশিক পরিষদের উপনির্বাচনে ২০টি আসনের মধ্যে ১৫ আসনে জয় লাভ করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বেসরকারি ফলাফলের ভিত্তিতে সোমবার (১৮ জুলাই) এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম দ্য ডন।
বেসরকারি ফলাফল অনুসারে, পিটিআই মধ্য পাঞ্জাবে পাঁচটি, উত্তরে পাঁচটি এবং দক্ষিণ পাঞ্জাবে বেশ কিছু আসন জয় লাভ করেছে। হেরেছে লাহোরে একটি, দক্ষিণ পাঞ্জাবের তিনটি এবং উত্তরে একটি আসনে।
রোববার প্রদেশের ১৪টি জেলায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। দলীয় নির্দেশ অমান্য করে শেহবাজ শরিফকে ভোট দেওয়ায় ২০ জন পিটিআই সংসদ সদস্য ও পাঁচজন সংরক্ষিত আসনের এমপির আসন শূন্য হয়েছিল। উপনির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে নিজের রাজনৈতিক অবস্থান পাকাপোক্ত করলেন পিটিআই প্রধান। ক্ষমতা ছাড়ার পর এই প্রথম সরাসরি ভোটের মুখোমুখি হলো পিটিআই।
এই নির্বাচনে ইতোমধ্যেই নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছে মুসলিম লিগ। দলটির নেতা মালিক আহমাদ খান পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে বলেন, আমি মন থেকে গ্রহণ করে নিলাম, এই নির্বাচনে পিটিআই ঐতিহাসিক জয় পেয়েছে।
এই নির্বাচনের মাধ্যমে পাঞ্জাবের এবং সেই সঙ্গে পুরো পাকিস্তানের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হতে পারে। রাজনৈতিকভাবে এই নির্বাচনে জয় পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল পিটিআই চেয়ারম্যান ইমরান খানের জন্য।
এম জি