ফার্মগেটে মালবাহী কাভার্ডভ্যানে আগুন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-১৮ ১৪:২১:১৭
রাজধানীর ফার্মগেট এলাকায় একটি চলন্ত মালবাহী কাভার্ডভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ জুলাই) দুপুর ১২টা ৩৮ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
তেজগাঁও ফায়ার স্টেশনের অপারেটর জসীম উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর দেওয়া খবরে সেখানে অগ্নিনির্বাপণের জন্য তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই উপস্থিত জনতা ও স্থানীয়রা কাভার্ডভ্যানের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এম জি