বড় পতনে সূচক দুই মাস আগের অবস্থানে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-১৮ ১৫:২৯:৫৮
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৬ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি এক মাস ২৩ দিন বা ৩৬ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম অবস্থানে নেমেছে। এর আগে চলতি বছরের ২৫ মে সূচকটি আজকের চেয়ে কম বা ছয় হাজার ১৮৭.৮৪ পয়েন্টে অবস্থান করেছিল।
আর ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৩৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২ টির, দর কমেছে ৩৫৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১২টির।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫১৫ কোটি ২৯ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৭৮ কোটি ২০ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫৯৩ কোটি ৪৯ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৮০ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭টির, কমেছে ২৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর। সিএসইতে ১৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস