মেঘনায় গোসলে নেমে নিখোঁজ মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-১৮ ১৭:০৯:৪৩


ঈদের দিন মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদরাসাছাত্র রাফিদ হাসান মাহির (১৫) মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

সোমবার (১৮ জুলাই) নরসিংদীর রায়পুরা উপজেলার চরবেগমাবাদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মাহি কিশোরগঞ্জের ভৈরব সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ রোড এলাকার ব্যবসায়ী নূরুল আমিন মজুমদারের ছেলে। সে রানীর বাজার শাহী মসজিদ পরিচালিত হাজি জনাব আলী আদর্শ ফোরকানিয়া মাদরাসার ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের দিন সকাল ৬টার দিকে মাহি তার বাবা নূরুল আমিন মজুমদারের সঙ্গে মেঘনা নদীর ভৈরব বাজার লোহাঘাট এলাকায় গোসল করতে যায়। সাঁতার না জানায় ঘাটের সিঁড়িতে গোসলের সময় তলিয়ে যায় সে।

টের পেয়ে মাহির বাবা তাৎক্ষণিক ঘাটের লোকজনদের নিয়ে ছেলের সন্ধান করে ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে মাহির সন্ধান পেতে ব্যর্থ হয়।

ভৈরব নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান বলেন, সকালে নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। স্বজনরা খবর পেয়ে থানায় এসে মরদেহের পরিচয় শনাক্ত করেন। পরে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।

এম জি