বিশ্বে ফের ১৫৯১ জনের প্রাণ ঝরে গেল করোনায়

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২০ ১০:২২:৪৭


বিশ্বজুড়ে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু এবং শনাক্ত দুটোই বেড়েছে। এসময়ে ১ হাজার ৫৯১ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৮ লাখ ২১ হাজার ৮২১ জন। আগের দিনের তুলনায় মৃত্যু পাঁচশোর বেশি এবং শনাক্ত বেড়েছে প্রায় পৌনে চার লাখ।

এ নিয়ে মহামারির শুরু থেকে এ পযন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৩ লাখ ৯১ হাজার ৩৫৪ জন এবং শনাক্ত পৌঁছেছে ৫৬ কোটি ৯৪ লাখ ৫৬০ জনে। আক্রান্তদের মধ্যে একদিনে ৯ লাখ ৮৭৯ জন সুস্থ হয়েছেন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫৪ কোটি ৬ লাখ ৩৪ হাজার ৬৫৯ জন।

আজ বুধবার (২০ জুলাই) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও স্পেনের মতো দেশগুলো। আগের দিন দৈনিক মৃত্যুতে শীর্ষে ফ্রান্স এবং সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছিল জাপানে।

এনজে