দেশে রেকর্ড ১০ কোটি কেজি চা উৎপাদনের সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-২০ ১৬:৫৮:৩৬
মহামারি করোনা পরিস্থিতিতেও চা উৎপাদনে রেকর্ড গড়েছে বাংলাদেশ। চা শিল্পের সম্ভাব্য ক্ষতি এড়াতে ঝুঁকি নিয়ে উৎপাদন অব্যাহত রাখা হয়েছিল বাগানগুলোয়। সে সুফল মিলছে মোট উৎপাদনে। ২০২১ সালে চা উৎপাদনে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। দেশের ১৬৭টি চা বাগান এবং ক্ষুদ্রায়তন চা বাগান মিলে বছর শেষে ৯ কোটি ৬৫ লাখ ৬ হাজার কেজি চা উৎপাদন হয়েছে, যা ১৬৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ।
এর আগে ২০১৯ সালে রেকর্ড উৎপাদন ছিল ৯ কোটি ৬০ লাখ ৬৯ হাজার কেজি। এ বছরও চা উৎপাদনে ইতিবাচক ধারা অব্যাহত। বছরের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকলে ১০ কোটি কেজি চা উৎপাদনের নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ।
বাংলাদেশ চা বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ বছর দেশে ১০ কোটি কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মে পর্যন্ত দেশে মোট চা উৎপাদন হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার কেজি, যা গত বছর একই সময় উৎপাদন হয়েছিল ১ কোটি ২০ লাখ ৬৯ হাজার কেজি।
চলতি বছরের জানুয়ারিতে চা উৎপাদন হয়েছে ৫ লাখ ৭ কেজি, ফেব্রুয়ারিতে ৩৩ হাজার, মার্চে ১৫ লাখ ৮৫ হাজার, এপ্রিলে ৪৯ লাখ ৩৪ হাজার এবং মে মাসে ৭৪ লাখ ২০ হাজার কেজি।
খাতসংশ্লিষ্টরা জানান, বাগান সম্প্রসারণ, নতুন করে বিনিয়োগ এবং বাগান উন্নয়নে বাগান মালিকদের বিভিন্ন পদক্ষেপে চা উৎপাদন ক্রমেই বাড়ছে। উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহারও বেড়েছে।
বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২১ সালে দেশের বাগানগুলো থেকে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৭ কোটি ৭৭ লাখ ৮০ হাজার কেজি। অনুকূল আবহাওয়া ও বাগান পরিচর্যাসহ কার্যকর ব্যবস্থাপনার কারণে গত অক্টোবরেই উৎপাদন লক্ষ্যমাত্রা অতিক্রম
করে বাগানগুলো। অক্টোবর পর্যন্ত উৎপাদন ছিল ৭ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার কেজি। আর বছর শেষে রেকর্ড উৎপাদন হয় ৯ কোটি ৬৫ লাখ ৬ হাজার কেজি
এনজে