রাষ্ট্রপতির সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-২২ ১৫:২৯:২৯
বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিস্কো ডি আসিস বেনিটেজ সালাস বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, এ সময় স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশ ও স্পেনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে স্পেনের রাজার একটি শুভেচ্ছা পত্র হস্তান্তর করেছেন।
স্পেনের রাজা পত্রে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে দু’দেশের সম্পর্কের একটি মজবুত ভিত্তির কথা উল্লেখ করেছেন।
এসময় সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।