ফের আফ্রিকান বর্ষসেরা ফুটবলার সাদিও মানে

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২২ ১৬:১৬:২৮


টানা দ্বিতীয়বার বর্ষসেরা আফ্রিকান ফুটবলার হলেন সাদিও মানে। মরোক্কান রাজধানী রাবাতে অনুষ্ঠিত কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে আলো কাড়লেন সেনগালের এই ফরোয়ার্ড।

এই বছরের আফ্রিকার নেশনস কাপের ফাইনালে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টি গোল করেন মানে। মিশরকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় সেনেগাল। দেশকে প্রথম বড় ট্রফি এনে দেওয়ার স্বীকৃতি পেলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।

করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছর পুরস্কার দেয়নি সিএএফ। নারীদের বর্ষসেরা হয়েছেন নাইজেরিয়ার আসিসাত ওশোয়ালা।

চেলসি গোলকিপার এদুয়ার্দো মেন্দি ও লিভারপুলের সাবেক সতীর্থ মোহাম্মদ সালাহকে পেছনে ফেলে বর্ষসেরা হয়েছেন মানে। সেনেগালকে বিশ্বকাপে তুলতে ও লিভারপুলের সঙ্গে দুটি ঘরোয়া কাপও জিতেছেন তিনি। পুরস্কার হাতে নিয়ে ৩০ বছর বয়সী ফরোয়ার্ড বললেন, ‘এই বছর ট্রফি হাতে পেয়ে আমি খুব, খুব খুশি। সেনেগালের জনগণকে ধন্যবাদ জানাই এবং আমার দেশের যুবকদের এই ট্রফি উৎসর্গ করতে চাই।’

লিভারপুলের হয়ে ২৬৯ ম্যাচে ১২০ গোল করা মানে এই দলবদলের বাজারে নতুন ঠিকানায়। ৩ কোটি ৫১ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে বায়ার্ন মিউনিখে তিন বছরের চুক্তি করেছেন তিনি।

এম জি