সাপ্তাহিক দর পতনের শীর্ষে ইমাম বাটন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২৩ ১১:৩৯:৪৮


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইমাম বাটন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ৯ দশমিক ৪৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৬ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫৭ লাখ ২৭ হাজার ৩৩৩ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালসের শেয়ার দর কমেছে ৯ দশমিক ৩৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১২ কোটি ১০ লাখ ৮১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৪২ লাখ ১৬ হাজার ২০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফরচুন সুজের শেয়ার দর কমেছে ৯ দশমিক ২৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪৯ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ৮৩ লাখ ৪৬ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– মেঘনা ইন্স্যুরেন্সের ৯.২২ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসস নেটওয়ার্কের ৯.২১ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯.১৭ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৯.০৯ শতাংশ, জেনেক্সের ৯.০২ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্সের ৯.০১ শতাংশ এবং শ্যামপুর সুগারের শেয়ার দর ৯.০১ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস