ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের আরো ২৭০ মিলিয়ন ডলার সামরিক সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২৩ ১৫:৩২:৫১


রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের নিরাপত্তার জন্য আরো ২৭০ মিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এ প্যাকেজে ইউক্রেনকে মাঝারি রেঞ্জের রকেট সিস্টেম এবং কৌশলগত ড্রোনও দেয়া হবে। খবর দ্য ওয়াশিংটন পোস্ট।

নতুন প্যাকেজে থাকছে চারটি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হিমারস)। যাকে নির্ভুল রকেট সিস্টেমও বলা হয়।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছেন, ইউক্রেন ৫৮০টি ফিনিক্স ঘোস্ট- ছোট ও সহজে স্থানান্তর যোগ্য ড্রোন পাবে, যা তাদের শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে বিস্ফোরণ ঘটাবে। এছাড়াও সর্বশেষ সহায়তার মধ্যে রয়েছে প্রায় ৩৬ হাজার রাউন্ড আর্টিলারি গোলাবারুদ এবং হিমারসের জন্য অতিরিক্ত গোলাবারুদ।

কিয়েভ বলেছে, হিমারস ৮০ কিলোমিটারের (৫০ মাইল) মধ্যে লক্ষ্যবস্তুতে অবিকল আঘাত করতে পারে, যা রাশিয়ার মোকাবেলায় একটি গেম-চেঞ্জার।

এনজে