ইরানে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ২১
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২৩ ১৮:৪৫:৫০
ইরানের দক্ষিণাঞ্চলে ফার্স প্রদেশে আকস্মিক ভয়াবহ বন্যায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। প্রবল বর্ষণে বহু বাড়ি ঘর তলিয়ে গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, প্রাদেশিক রাজধানী থেকে ১৭৪ কিলোমিটার পূর্বে এস্তাহবান শহরে দেড় শতাধিক জরুরি উদ্ধারকারী লোক কাজ করে যাচ্ছেন। এস্তাহবান প্রদেশের গভর্নর ইউসুফ কারগার বলেন, শুক্রবার (২২ জুলাই) এস্তাহবান কাউন্টির সেন্ট্রালে ভারী বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক ভিডিওতে দেখা গেছে, প্রবল বন্যা গাড়ি ভেসে যাচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বানের তোড়ে ভেসে গেছেন বেশ কয়েকজন। এখনও তাদের সন্ধান মেলেনি।
ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষকে উদ্ধারের কথা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, প্রাদেশিক জরুরি ব্যবস্থা বিভাগের প্রধান খলিল আব্দুল্লাহি। দুর্যোগপূর্ণ আবহাওয়া কবে নাগাদ স্বাভাবিক হতে পারে পূর্বাভাসে বলা হয়নি।
এম জি