যৌন হেনস্তা: চবির ২ ছাত্রকে আজীবন বহিষ্কার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-২৩ ২০:৩১:৩৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীর যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার দুই ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িত দুই কলেজ ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুপারিশ করা হবে।
শনিবার (২৩ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হেলথ, রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিননারি কমিটির বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়। এ সব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।
বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কৃত দুই ছাত্র হলেন, ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের মো. আজিম, নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের নুরুল আবছার বাবু।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত দুই ছাত্র ও তাদের সহযোগীরা যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তা ক্ষমার অযোগ্য। তাই বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত দুই ছাত্রকে আজীবনের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত হয়। বাকি দুই জন হাটহাজারী কলেজের ছাত্র হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে লিখিতভাবে জানানো হবে।
এদিকে, এই ঘটনায় জড়িত সন্দেহে সাইফুল নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২৩ জুলাই) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব ৭ এর অধিনায়ক এম এ ইউসুফ নিশ্চিত করেছেন। এ নিয়ে ৫ জন গ্রেপ্তার হলো।
এম জি