দর পতনের শীর্ষে লিবরা ইনফিউশন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২৪ ১৬:৫৮:৪৮


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে লিবরা ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৪৮ বারে ২১ হাজার ৯১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯২ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে এবি ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৯২ বারে ৩ লাখ ১৫ হাজার ১০৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩১ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৯৩ বারে ৮৮ হাজার ৯৫৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- রিং শাইন টেক্সটাইলের ২ শতাংশ, শমরিতা হসপিটালের ২ শতাংশ, বঙ্গজের ১.৯৯ শতাংশ, কনফিডেন্স সিমেন্টের ১.৯৯ শতাশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১.৯৯ শতাংশ, ফরচুন সুজের ১.৯৯ শতাংশ এবং প্রাইম লাইফের ১.৯৯ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস