খামারের পাশ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-২৪ ১৮:০৬:২৯


হবিগঞ্জের একটি মাছের খামারের পাশের গাছ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৪ জুলাই) বিকেলে সদর উপজেলার পইল ইউনিয়নের পশ্চিম এড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিলাল মিয়া (২৪) ওই গ্রামের আব্দুল হাসিমের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিলাল মিয়া প্রথম স্ত্রীকে হত্যা করে বেশ কিছুদিন হাজত খেটে এসেছে। জামিনে মুক্তি পেয়ে সে ফের বিয়ে করে। রোববার বিকেলে বাড়ির পাশের একটি মাছের খামারে আম গাছের ডালে গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল তৈরি করা হচ্ছে। ওই যুবক আত্মহত্যা করেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

এম জি