রাবির ভর্তি পরীক্ষা শুরু সোমবার
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-২৪ ১৯:০০:১৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল সোমবার (২৫ জুলাই)। প্রথম দিন ‘সি’ ইউনিটের পরীক্ষা হবে। তিন ইউনিটে কোটা ছাড়া মোট ৪ হাজার ৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১ লাখ ৭৮ হাজার ২৬৮টি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়াই করবেন ৪৪ জন শিক্ষার্থী। ‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২৩৭টি, ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১টি এবং ‘সি’ ইউনিটে ৭২ হাজার ৪১০টি চূড়ান্ত আবেদন জমা পড়ে। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৪২৯ জন।
জানা যায়, প্রতিদিন চার শিফটে পরীক্ষা হবে। প্রথম শিফটে সকাল ৯টা থেকে ১০টা, দ্বিতীয় শিফটে বেলা ১১ টা থেকে ১২টা, তৃতীয় শিফটে দুপুর ১টা থেকে ২টা এবং চতুর্থ শিফটে সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা হবে।
এম জি