ফিলিপাইনে সমাবর্তন অনুষ্ঠানে গুলি, নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২৪ ২১:০০:৩১
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় এক শহরে সমাবর্তন অনুষ্ঠানে গুলিতে সাবেক মেয়রসহ তিনজন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রোববার কুইজোন শহরের অ্যাতেনিও ডি ম্যানিলা বিশ্ববিদ্যালয়ে আইনের শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা একটি সমাবর্তন অনুষ্ঠানে জড়ো হওয়ার সময় হামলাকারী গুলি চালায়।
নিহতদের মধ্যে দক্ষিণ বেসিলান দ্বীপের লামিতান শহরের সাবেক মেয়র রোজিটা ফুরিগেও রয়েছেন। নিহতদের মধ্যে তার সহযোগী এবং একজন বিশ্ববিদ্যালয়ের গার্ডও রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কুইজোন শহরের পুলিশ প্রধান রেমাস মেডিনা লামিতান শহরের বাসিন্দা ওই হামলাকারীর বিষয়ে সাংবাদিকদের বলেন, দেখে মনে হচ্ছে হত্যার ব্যাপারে ওই ব্যক্তি দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।
মেডিনা আরও বলেন, ওই ব্যক্তি, যার নাম প্রকাশ করা হয়নি, ক্যাম্পাসের নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হন। হামলার পর তাকে গ্রেফতার করা হয় বলেও জানিয়েছেন তিনি।
এম জি