হিলিতে পেঁয়াজের কেজি ১৮ টাকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-২৫ ০৮:৫৭:২৭


দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে নতুন করে ইমপোর্ট পারমিট (আইপি) ইস্যু করার পর থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে। এ কারণে পাইকারি বাজারে নিম্নমুখী পণ্যটির দাম। একদিনের ব্যবধানে পণ্যটির বাজারদর কমে ১৮ টাকায় নেমেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, একদিন আগেও বন্দর দিয়ে আমদানীকৃত ইন্দোর জাতের পেঁয়াজ ২১-২২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বর্তমানে এর দাম ৩-৫ টাকা কমেছে। বিক্রি হচ্ছে ১৮ টাকা দামে। অন্যদিকে নাসিক জাতের পেঁয়াজ ২৬-২৭ টাকা কেজি দরে বিক্রি হলেও তা কমে ২২ টাকায় নেমেছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ছুটি শেষে ১৬ জুলাই থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। এদিন বন্দর দিয়ে ২৮টি ট্রাকে ৭৮৩ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। ১৭ জুলাই ৩২টি ট্রাকে ৮৫৮ টন, ১৮ জুলাই ১৭টি ট্রাকে ৪৮০ টন, ১৯ জুলাই ২৭ ট্রাকে ৭৭৪ টন, ২০ জুলাই ২৮টি ট্রাকে ৮১৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। ২১ জুলাই একদিনেই ৪৬টি ট্রাকে ১ হাজার ৩৭৫ টন পেঁয়াজ আমদানি হয়।

এনজে