জাতীয় ঈদগাহ প্রাঙ্গনে ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-২৫ ১১:৪৮:৫৮
জাতীয় সংসদের সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে তার মরদেহ এখন শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে হেলিকপ্টারে করে মরদেহ নেওয়া হবে গাইবান্ধার সাঘাটায়। সাঘাটার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নেওয়া হবে গটিয়া গ্রামে। সেখানে আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে আজ সকাল ৯টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছায়।
উল্লেখ্য, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে মারা যান গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।
এনজে