৭৭ লাখ ব্যারেলে পৌঁছতে পারে সৌদির তেল রফতানি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-২৫ ১২:২১:৩৯
সৌদি আরব চলতি মাসে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বাড়ার সম্ভাবনা দেখছে । এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে চীন। কারণ রাশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশটি থেকেও বিপুল পরিমাণ জ্বালানি তেল ক্রয় করছে দেশটি। খবর গালফ বিজনেস।
পণ্যবাহী জাহাজের তথ্য সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানায়, এ মাসে রফতানি দৈনিক ৭৭ লাখ ব্যারেলে পৌঁছতে পারে। গত মাসে দৈনিক রফতানির পরিমাণ ছিল ৬৬ লাখ ব্যারেল।
সংশ্লিষ্টরা বলছেন, আগামী মাসে রফতানির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। তখন রফতানি প্রবাহের মূল চিত্র জানা যাবে। তবে রফতানিতে যে হারে বাড়ছে তা অব্যাহত থাকলে এটি হবে ২০২০ এপ্রিলের পর মাসভিত্তিক সর্বোচ্চ রফতানি।
ওপেক প্লাসের সঙ্গে চুক্তি অনুযায়ী, গত বছর থেকেই অপরিশোধিত জ্বালানি তেল অব্যাহতভাবে বাড়াচ্ছে সৌদি আরব। চলতি মাসে দৈনিক ১ কোটি ৮ লাখ ৩৩ হাজার ব্যারেল করে উত্তোলনের লক্ষ্যমাত্রা রয়েছে দেশটির। আগস্টে লক্ষ্যমাত্রা আরো বাড়িয়ে ১ কোটি ১০ লাখ ব্যারেল নির্ধারণ করা হয়েছে।
সৌদি আরবের জ্বালানি তেল রফতানি বাড়াতে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করেছে চীন। চলতি মাসে চীন দৈনিক ১৮ লাখ ব্যারেল জ্বালানি তেল সৌদি আরব থেকে আমদানি করে। এ ধারা অব্যাহত থাকলে এটি হবে গত এপ্রিলের পর সর্বোচ্চ দৈনিক আমদানি।
এনজে