১৩ শতাংশ কমেছে শ্রীলংকার চা রফতানি

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৭-২৬ ১৬:৪০:১৮


গত মাসে শ্রীলংকার চা রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৬৫ শতাংশ কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৩৫ লাখ ৮০ হাজার কেজিতে। যদিও মুদ্রার অবমূল্যায়নের কারণে খাতটি থেকে রুপিতে আয় বেড়েছে।

সিলন টি ব্রোকারের দেয়া তথ্যানুযায়ী, রুপিতে আয় বাড়লেও ডলারে আয় ৬ শতাংশ কমেছে। গত মাসে দেশটি চা রফতানি থেকে ১১ কোটি ৬৫ লাখ ডলার আয় করেছে।
অন্যদিকে রুপিতে আয় ৬৯ দশমিক ৪ শতাংশ বেড়েছে। গত মাসে আয় এসেছে ৪ কোটি ১৯ লাখ রুপি। গত বছরের একই সময় যা ছিল ২ কোটি ৪৭ লাখ রুপি।

তথ্য বলছে, জুনে ফ্রি অন বোর্ড চুক্তিতে প্রতি কেজি সিলন চায়ের গড় দাম বেড়ে ৪ ডলার ৯৪ সেন্টে উন্নীত হয়েছে। গত বছরের একই সময় যা ছিল ৪ ডলার ৫৯ সেন্ট।
গত মাসে প্রতি কেজি খোলা চা পাতার দাম বেড়ে ১ হাজার ৫১৬ দশমিক ১২ রুপিতে পৌঁছেছে। গত বছরের একই সময় যা ছিল ৭৮৭ দশমিক ৮ রুপি। মোড়কজাত চায়ের দাম ছিল কেজিপ্রতি ১ হাজার ৬৭৭ দশমিক ৩৩ রুপি। গত বছরের একই সময় যা ছিল ৮৬২ দশমিক ৮৩ রুপি। ‘টি ব্যাগ’ চায়ের দাম ছিল ৩ হাজার ৭২ দশমিক ৭১ রুপি। গত বছরের একই সময় যা ছিল ১ হাজার ৫৭০ দশমিক ৪০ রুপি।

অন্যদিকে ইনস্ট্যান্ট টি কেজি প্রতি ২ হাজার ৮২৪ দশমিক ৩৪ রুপিতে বিক্রি হয়েছে। গত বছরের একই সময় যা ছিল ১ হাজার ৭৪১ দশমিক ৬৩ রুপি। গ্রিন টি’র দামও ২ হাজার ২৬৭ দশমিক ৮৯ রুপি থেকে বেড়ে ৩ হাজার ৮৩১ দশমিক ৯৮ রুপিতে উন্নীত হয়েছে।

এনজে