ব্লক মার্কেটে লেনদেন ৫৬ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২৬ ১৬:৪৩:৪৭


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫টি কোম্পানির ৫৬ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে ৬টির বড় লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৭৭ লাখ ৮৬ হাজার ২৫৫টি শেয়ার ১১৭ বার হাত বদলের মাধ্যমে ৫৬ কোটি ৩৪ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১১ কোটি টাকার লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। দ্বিতীয় সর্বোচ্চ ৯ কোটি ৯৩ লাখ ২ হাজার টাকার ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ৫৪ লাখ ৮১ হাজার টাকার লেনদেন হয়েছে আইপিডিসির।

এছাড়া আলহাজ্ব টেক্সটাইলের ৮ কোটি ৩১ লাখ ১৫ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ৪ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার টাকার এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪ কোটি টাকার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস