নির্বাচনে সব দলের সহায়তা চাই: সিইসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-২৭ ১৭:৫৮:২১


অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব দলের সক্রিয় সহায়তা চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। এটা অর্জন করতে হলে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। এ জন্য সব দলের সক্রিয় সহায়তা চাই।

বুধবার (২৭ জুলাই) রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে জাকের পার্টির সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, নির্বাচনের মাঠকে নিয়ন্ত্রণ করতে হলে সব পার্টিকে থাকতে হবে। সবাই থাকলে নির্বাচনের মাঠে ভারসাম্য সৃষ্টি হয়।

ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) প্রসঙ্গ টেনে সিইসি বলেন, বাইরে অনেক কথাই চাউর আছে। বলা হচ্ছে-এটা হ্যাকিং হতে পারে বা ভোট চুরি হতে পারে। কিন্তু আমরা এ পর্যন্ত সুস্পষ্ট কোনো প্রমাণ পাইনি।

ইভিএমের কোনো অপপ্রয়োগ যেন সম্ভব না হয়, তা নিশ্চিত করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

সংলাপে জাকের পার্টি ইভিএমের পরিবর্তে ব্লক চেইন টেকনোলজি এবং ই-ভোটিং চালুর প্রস্তাব করলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইভিএম হ্যাক করা কোনোভাবেই সম্ভব নয়। এটি ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত নয়। এটাকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। নির্বাচনে ইভিএম ব্যবহারের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

এম জি