ট্রাক-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-২৭ ১৮:০৯:২৫
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বুধবার (২৭ জুলাই) সকালে উপজেলার শশই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পূর্ব মেড্ডা এলাকার মৃত সুজাত আলীর ছেলে মিজানুর রহমান (৬০) ও চাঁদপুর জেলা সদরের জাফরাবাদ এলাকার জয়নাল আবেদীনের ছেলে মহি উদ্দিন (৩৯)।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দ্র বসু জানান, সকালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার ট্রলির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দু’জন নিহত হন। কোন অভিযোগ না থাকায় নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এম জি