১১ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে থাকতে পারবেন গোটাবায়া
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২৭ ১৮:২২:৪৬
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের ভিসার মেয়াদ আরও ১৪ দিন বাড়াল সিঙ্গাপুর। বার্তা সংস্থা রয়টার্স সিঙ্গাপুরের সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
আগামী ১১ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে থাকতে পারবেন শ্রীলঙ্কার রাজাপাকসে পরিবারের ক্ষমতাধর এই ব্যক্তি। গোটাবায়ার দেশত্যাগের আগে প্রধানমন্ত্রী পদ থেকেও সরে দাঁড়ান তাঁর ভাই মাহিন্দা রাজাপাকসে।
দেশে বিক্ষোভের মুখে পড়ে গত ১৪ জুলাই শ্রীলঙ্কা ছেড়ে সিঙ্গাপুরে পা রাখেন গোটাবায়া রাজাপাকসে। সিঙ্গাপুর সরকার সেসময় জানায়, গোটাবায়া রাজনৈতিক আশ্রয় নেননি। ব্যক্তিগত ভ্রমণ ক্যাটাগরিতে তিনি সিঙ্গাপুরে রয়েছেন।
নজিরবিহীন অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটকাল পার করছে দুই কোটি ২০ লাখ মানুষের দেশ শ্রীলঙ্কা। কোভিডকালে পর্যটন খাতের নাজুক অবস্থায় বেকায়দায় পড়ে শ্রীলঙ্কার অর্থনীতি।
বৈদেশিক মুদ্রাসংকটের কারণে আমদানি করতে না পারায় জ্বালানিসহ অনেক নিত্যপণ্যের চরম সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে রয়েছে রাজনৈতিক অস্থিরতা। সংকটের শুরু থেকেই রাজপথে বিক্ষোভ করে আসছেন শ্রীলঙ্কার লোকজন।
এম জি