প্রেফারেন্স শেয়ারের অনুমোদন পেল প্যারামাউন্ট টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৭-২৭ ২৩:৩৬:৩৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসিকে ১৫০ কোটি টাকার প্রেফরেন্স শেয়ারের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২১ জুন) বিএসইসির ৮৩৩ তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসি সূত্র মতে, এই প্রেফারেন্স শেয়ারের মেয়াদ হবে ৫ বছর। প্রেফারেন্স শেয়ারটি হবে মেয়াদি, নন-কনভার্টেবল, ফুল্লি রিডিমঅ্যাবল।

প্যারামাউন্ট টেক্সটাইলের এই বন্ডের ইউনিট প্রতি অভিহিত মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা। প্রেফারেন্স শেয়ারটির লভ্যাংশের হার ধরা হয়েছে ৭ থেকে সাড়ে ৮ শতাংশ।

ফুল্লি রিডেম্বল কিউমুলেটিভ নন-কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার ইস্যু করে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ ও ঋণ পরিশোধ করবে বলেও জানায় বিএসইসি। এনডিবি ক্যাপিটাল লিমিটেড এই বন্ডের ইস্যু অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে।

প্রসঙ্গত, যে শেয়ার সাধারন শেয়ারের তুলনায় কিছু অতিরিক্ত সুবিধা পেয়ে থাকে তাকে প্রেফারেন্স শেয়ার বলে। যখন বাজার মন্দা বা আইপিও সহায়ক নয় তখন প্রেফারেন্স শেয়ার ছাড়া হয়। অনেক সময় কোম্পানি নিজেদের উপর আস্থা সৃষ্টি করার জন্য আইপিও ছাড়ে। প্রেফারেন্স শেয়ার আইপিও ও প্লেসমেন্টের মাধ্যমে বাজারে আসতে পারে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

এএ