বিশ্বে আরও ১৯০২ জনের প্রাণ ঝরে গেল করোনায়

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২৮ ০৯:১৭:২৭


মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘন্টায় আরও ১৯০২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ লাখ ৭৯ হাজার ৭০৪ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৯ লাখ ৫৩ হাজার ২৭৩ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ১০ হাজার ৫৪৮ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ কোটি ৮৩ লাখ ৫১ হাজার ৫৭৩ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৪ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার ৩২২ জন।

আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ১ লাখ ৮০ হাজার ২২৬ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০৮ জন। এ সময়ে সবেচেয়ে বেশি ৩৯৭ জন মারা গেছেন যুক্তরাষ্ট্রে। এই ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ১৪ হাজার ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এনজে