সিএমএসএমই তহবিল থেকে ঋণ বিতরণে
এসএমই ফাউন্ডেশন ও আইপিডিসি ফাইন্যান্স-এর চুক্তি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২৮ ১৬:৫৭:৪৬
করোনায় ক্ষতিগ্রস্থ কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের ব্যবসা কার্যক্রম অব্যাহত রাখতে গঠিত তহবিলের অর্থ থেকে ঋণ বিতরণ কার্যক্রমে অংশ নিতে এসএমই ফাউন্ডেশন-এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। সম্প্রতি, স্থানীয় এক হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
৪০০ কোটি টাকার এই তহবিলের ৩০০ কোটি টাকা এসেছে সরকারের প্রণোদনা প্যাকেজ থেকে এবং ১০০ কোটি টাকা এসেছে এসএমই ফাউন্ডেশন থেকে। করোনা পরবর্তী ব্যবসায়িক প্রবৃদ্ধিকে চাঙ্গা করতে সিএমএসএমই খাতের জন্য বাংলাদেশ সরকারের বরাদ্দকৃত প্রণোদনা প্যাকেজের আওতায় এসএমই ফাউন্ডেশনের অনুকূলে গঠিত ‘রিভলভিং ফান্ড’ থেকে ঋণ প্রদানের উদ্দেশ্যে এই তহবিল গঠিত হয়। উল্লেখ্য, পূর্বেও আইপিডিসি ফাইন্যান্স সিএমএসএমই প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ কার্যক্রমে সাফল্যের সাথে অংশ নেয়। মহামারির নেতিবাচক প্রভাবের পর দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারকে ত্বরান্বিত করতে এবং গ্রামীণ প্রান্তিক জনগণের জীবন-জীবিকা গতিশীল করার জন্য এই তহবিল বিতরণে ১৮টি ব্যাংক ও অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান চুক্তি স্বাক্ষর করেছে।
অর্থ বিভাগের পরামর্শে গঠিত এই তহবিল থেকে ঋণ প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার খাতের অন্তর্ভুক্ত এসএমই উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, এখনও ব্যাংক থেকে লোন গ্রহণ করেননি এ ধরণের নতুন উদ্যোক্তা, প্রান্তিক এলাকার উদ্যোক্তা, শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে এমন উদ্যোক্তা, তৃতীয় লিঙ্গের উদ্যোক্তাদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। উদ্যোক্তারা এই তহবিলের আওতায় মাত্র ৪% সুদে সর্বনিম্ন ১ লাখ থেকে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যা তিন বছর সময়সীমার মধ্যে ৩০ কিস্তিতে পরিশোধ করা যাবে। তহবিলের ২৫% অর্থাৎ ৭৫ কোটি টাকা নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ দেওয়া রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর এ কে এম সাজিদুর রহমান খান; এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. মো: খায়রুজ্জামান মজুমদার। আর উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস; হেড অফ এসএমই মোহাম্মদ মাহমুদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশন-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো: মাসুদুর রহমান।
এএ