৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নে কোনো ভুল আছে কি না, তা যাচাই করতে বিশেষ তদন্ত কমিটি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিটিতে পিএসসির চারজন সদস্য ও পরীক্ষা নিয়ন্ত্রককে রাখা হয়েছে বলে পিএসসি সূত্রে জানা গেছে।
বুধবার (২৭ জুলাই) গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার পর চাকরিপ্রার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নের ভুল নিয়ে সমালোচনা শুরু করে। এর প্রেক্ষিতে পিএসসি কমিটি করার সিদ্ধান্ত নেয়।
পিএসসি সূত্র জানায়, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে সামাজিক মাধ্যমে প্রার্থীদের বিভিন্ন মন্তব্য পিএসসির দৃষ্টিগোচর হয়েছে। এ কারণেই কমিটি করা হয়েছে। প্রশ্নে কোনো ভুল থাকলে, কমিটি তা চিহ্নিত করবে। তারপর পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
এম জি