৩ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ায়
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-২৮ ১৯:১৫:০৯
ব্রাহ্মণবাড়িয়ায় আগামী রোববার (৩১ জুলাই) সকাল ছয়টা হতে বুধবার (৩ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত তিনদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (২৩ জুলাই) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক আখতারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, আশুগঞ্জ নৌ-বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৩১ জুলাই সকাল ছয়টা হতে ৩ আগস্ট সকাল ছয়টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইলের আবাসিক ও বাণিজ্যিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক আখতারুজ্জামান বলেন, তিনদিন পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি।
এম জি