দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব আর নেই
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-২৯ ০১:২৭:৫৮
দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিবের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৮ জুলাই) দিবাগত রাত সোয়া ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করে।
এরআগে, গত ২১ জুলাই অফিসে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অমিত হাবিব। এ সময় দ্রুত তাকে রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয় তাকে।
২০০৩ সালে দৈনিক যায়যায়দিন পত্রিকায় প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন খ্যাতিমান সাংবাদিক অমিত হাবিব। ২০০৭ সালে চীনের আন্তর্জাতিক বেতারে বিদেশি বিশেষজ্ঞ হিসেবে যোগ দিয়ে বেইজিংয়ে চলে যান। তবে পরের বছরই দেশে ফিরে দৈনিক সমকালে প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন তিনি। সর্বশেষ কর্মস্থল দেশ রূপান্তরের আগে সমকাল ছাড়াও দৈনিক কালের কণ্ঠ ও যায় যায় দিন পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন অমিত হাবিব।
এম জি